বুধবার | ২২ জানুয়ারী, ২০২৫

মহালছড়ি ক্যায়াংঘাট নতুন বাজার বে:প্রা: বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন

প্রকাশঃ ২০ জানুয়ারী, ২০২৫ ০৫:২৪:৪২ | আপডেটঃ ২২ জানুয়ারী, ২০২৫ ০৮:০৪:৪৩  |  ১৩৮

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ি জেলার মহালছড়ি ক্যায়াংঘাট নতুন বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনটি উদ্বোধন করা হয়েছে।


২০ জানুয়ারি (সোমবার) খাগড়াছড়ি রিজিয়নের অধীনস্থ মহালছড়ি জোনের অন্তর্গত ক্যায়াংঘাট নতুন বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন পুনঃনির্মাণ শেষে নতুন ভবনটি উদ্বোধন করেন লেফটেন্যান্ট কর্নেল মোঃ সালেহ্‌ আল হেলাল, পিএসসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের নতুন ভবনটি উদ্বোধন ও পরিদর্শন করেন তিনি।


'শান্তি সম্প্রীতি ও উন্নয়ন' এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিওনের মহালছড়ি সেনা জোন এর উদ্যোগে আনুমানিক ছয় লক্ষাধিক টাকা ব্যায়ে ক্যায়াংঘাট নতুন বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ সম্পন্ন করা হয়।


উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেডম্যান, কারবারি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই এলাকার একমাত্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি পুরাতন ও জরাজীর্ণ অবস্থায় ছিল এবং বর্ষাকালে পাঠদান করার অনুপযোগী হওয়ায় মহালছড়ি জোনের উদ্যোগে স্কুলের ভবনটি পুনঃনির্মাণ সম্পন্ন করা হয়।


প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌছানোর জন্য মহালছড়ি জোনের এই উদ্যোগের প্রতি সকলে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions