বুধবার | ২২ জানুয়ারী, ২০২৫

বান্দরবানে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশঃ ২০ জানুয়ারী, ২০২৫ ০৯:২১:৫৩ | আপডেটঃ ২২ জানুয়ারী, ২০২৫ ১০:০৪:২৫  |  ১৭৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যামান আদালতের একটি টিম।

মঙ্গলবার (২০জানুয়ারী) দুপুরে বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্নস্থানে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় ভ্রাম্যমান আদালতের টিমটি অভিযান পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব।
এসময় অভিযানে অবৈধভাবে ইটভাটা তৈরি, জ্বালানী কাঠ ব্যবহারসহ কয়েকটি অপরাধের দায়ে ইটভাটা নিয়ন্ত্রণ আইনে এম বি আই ব্রিকস, এস বি ডাব্লিউ ব্রিকস, ৫ বিএম ব্রিকস ও ডিবিএম ব্রিকস নামে ৪টি ইটভাটা ৪টি পৃথক মামলায় সর্বমোট ১১লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয় এবং তা নগদ আদায় করা হয়।
অভিযানে বিভিন্ন ইটভাটা থেকে ১৮০ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয় এবং পানি দিয়ে ইটভাটাসমূহের চুল্লির আগুন নিভিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.রেজাউল করিম, লামা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এস এম হাবিবুল্লাহসহ লামা থানার পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মচারী ও লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এই ধরনের অভিযান আগামীতে ও অব্যাহত থাকবে বলে জানান, পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.রেজাউল করিম। তিনি জানান, বান্দরবানে অবৈধ কোন ইটভাটার কার্যক্রম করতে দেয়া হবে না , আর যারা আইন অমান্য করে পরিবেশ ধংস করে অবৈধভাবে ইটভাটা তৈরি করছে তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions