বুধবার | ২২ জানুয়ারী, ২০২৫
কাউখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙামাটি সবকয়টি উপজেলাতে শিক্ষক, চিকিৎসক সংকট বিদ্যামান : জেলা প্রশাসক

প্রকাশঃ ২১ জানুয়ারী, ২০২৫ ০৩:৫৬:২৬ | আপডেটঃ ২২ জানুয়ারী, ২০২৫ ০৯:৩১:১৩  |  ১৭০

সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। রাঙামাটি সবকয়টি উপজেলাতে শিক্ষক চিকিৎসক সংকট,এই বিশাল সংকট কাটিয়ে উঠার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে  চেষ্টা করা হচ্ছে বলে জানান রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ।

 

মঙ্গলবার সকালে কাউখালী উপজেলা অডিটোরিয়ামে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে  কাউখালী উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য সরকারি কর্মকর্তাদের সাথে রাঙামাটি জেলা প্রশাসকের মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্য এই কথা জানান।

 

এসময় তিনি আরো বলেন, সমস্যা সমাধান উন্নয়নের জন্য সবাইকে একসাথে এক হয়ে কাজ করতে হবে তাহলে সকল সমস্যা সমাধান হবে উন্নয়নের সুফল দেখতে পাবো।ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমরা এক নতুন যাত্রা শুরু করেছি। সে যাত্রা ন্যায্যতার, ন্যায়ের সমতাপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার। সরকারি চাকরিজীবীদের দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে নিজেকে গড়ে তুলতে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার নির্দেশনা দেন।

 

তিনি আরো বলেন, ‘জনগণকে সেবাদানে পারদর্শিতা আন্তরিকতা হবে একজন সরকারি কর্মচারীর দক্ষতা যোগ্যতার মাপকাঠি। ধর্ম, লিঙ্গ, ধনী-দরিদ্র ভেদাভেদ না করে সব নাগরিককে সমভাবে সেবা দেওয়ার মানসিকতা লালন করতে হবে মনেপ্রাণে। কথা ভুলে গেলে চলবে না, জনগণকে তাদের প্রাপ্য সেবা দেওয়া কোনও করুণা নয়।ছাত্র-জনতার অপরিমেয় আত্মত্যাগের মধ্য দিয়ে যে জনপ্রত্যাশা, তা অবশ্যই পূরণ করতে হবে আমাদের।

 

সভায় বিশেষ অথিতি ছিলেন, রাঙামাটি জেলা অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা আইসিটি)নাসরীন সুলতানা,কাউখালী কৃষি কর্মকর্তা রাসেল সরকার,কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ কাউখালী সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, কাউখালী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মোতালেব,জামায়াতের উপজেলা সেক্রেটারি মোঃ ইকবাল হোসেন সহ বিভিন্ন সরকারি,বেসরকারি,রাজনৈতিক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions