বাঘাইছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন
প্রকাশঃ ১৯ জানুয়ারী, ২০২৫ ১০:৩১:২৬
| আপডেটঃ ২২ জানুয়ারী, ২০২৫ ০২:৩৯:৩০
|
১২১
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে আজ রবিবার ভোরে চৌমুহনী সদরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সন্ধ্যা ৬টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু । আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউল আলম,উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল কালাম,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২৬ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর-উত্তম, স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন অসীম বীরত্বে। সেদিন থেকেই দেশবাসী তাঁর অসাধারণ নেতৃত্বের পরিচয় পায়। দেশের সব সংকটে তিনি ত্রাণকর্তা হিসেবে বারবার অবতীর্ণ হয়েছেন।
বক্তারা আরো বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে দেশ গঠনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সততার মাপকাঠিতে তিনি আজও অনন্য এবং অদ্বিতীয়। তাই প্রত্যেক নেতাকর্মীকে নিজেদের ভেতর শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করতে হবে।