বুধবার | ২২ জানুয়ারী, ২০২৫
রাঙামাটিতে

মৎস্যজীবিদের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের মতবিনিময় অনুষ্ঠিত

প্রকাশঃ ১৯ জানুয়ারী, ২০২৫ ০৪:৪৪:৩৬ | আপডেটঃ ২২ জানুয়ারী, ২০২৫ ১০:৩১:২৭  |  ১৩৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে মৎস্যজীবিদের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এক মতবিনিময় সভা করেছে।
 
রোববার সকালে চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের আয়োজনে রাঙামাটি পৌরসভার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সচিব বলেন, মৎস্যজীবিরা বাঁচলে রাঙামাটি বাঁচবে। আপনাদের নিয়ে রাঙামাটি ব্রাডিং করছি। কৃষি ঋণের ফেরালাল হিসেবে মৎস্যজীবিদের ঋণ দিতে তিনি উর্দ্ধতন মহলকে অবহিত করবেন বলে জানান।

সচিব মৎস্যজীবিদের উদ্দেশ্যে বলেন, কাপ্তাই হ্রদে মাছের সংখ্যা দিনদিন কমে যাচ্ছে। আপনারা অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকবেন। কাপ্তাই হ্রদের মাছকে স্যুটকিতে পরিণত করতে পারলে জেলেরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবেন। এ কাজে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল সুুবিধা প্রদান করা হবে বলে যোগ করেন সচিব। সচিব  এসময় মৎস্যজীবিদের  ট্রেড ইউনিয়ন করার পরামর্শ প্রদান করেন।

সভায় মৎস্য ধরা বন্ধকালীন সময়ে জেলেদের ভিজিএফ চাল দেওয়ার পাশাপাশি বিকল্প কর্ম সংস্থানের ব্যবস্থা করে দিতে সচিবের কাছে অনুরোধ জানান মৎস্যজীবিরা।

রাঙামাটি পৌর প্রশাসক নাসরিন সুলতানার সভাপতিত্বে এসময় শ্রম অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক  মো. আবু আশরীফ  মাহমুদ, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক গিয়াস উদ্দীন, রাঙামাটি সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রাঙামাটি জেলার উপ-মহাপরিদর্শক প্রকৌশলী শরীফ আহম্মেদ আজাদ এবং কর্ণফুলী মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি শহর আলী বক্তব্য রাখেন।

পরে শ্রম  ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব  রাঙামাটির ঘাগড়ায় অবস্থিত শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন।   


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions