বৃহস্পতিবার | ২৩ জানুয়ারী, ২০২৫

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর রাঙামাটি শ্রী শ্রী রক্ষা মন্দির পরিদর্শন

প্রকাশঃ ১৮ জানুয়ারী, ২০২৫ ০৫:০৯:১৫ | আপডেটঃ ২২ জানুয়ারী, ২০২৫ ০৯:১৩:০৫  |  ২২৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী আজ সকালে রাঙামাটি শ্রী শ্রী রক্ষা মন্দির পরিদর্শন করেছেন। এ সময় তিনি মায়ের কাছে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা করেন।  নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী মন্দিরে এসে পৌছালে ফুলের শুভেচ্ছা জানান শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সাধারণ সম্পাদক পংকজ মল্লিক ও রাঙামাটিতে বসবাসরত নেপালের বংশদূত রাঙামাটির স্থায়ী বাসিন্দারা। 

এ সময় নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, রাঙামাটি বাসীর আতœীয়তায় আমি মুগ্ধ।  আমি রাঙামাটি কালী মায়ের মন্দিরে  প্রার্থনা করেছি। খুবই সুন্দর একটি মন্দির।  তিনি বলেন আমি আরো বেশি খুশী হয়েছি রাঙামাটিতে আমাদের নেপালের বংশদ্ভূত লোকজনকে দেখে।  তারাও আমাকে দেখে অনেক আবেগে আপ্লুত হয়েছে।

এ সময় নেপালের রাষ্ট্রদূতদের সাথে রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক, শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের পুরোহিত রনধির চক্রবর্তী, মন্দিরের সাধারণ সম্পাদক পংকজ মল্লিক, গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি শিলা রায়, গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ পংকজ বাহাদুর গুর্খ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions