পদ ফিরে পেলেন সাবেক মেয়র ও বিএনপি নেতা সাইফুল ইসলাম ভুট্টো রাঙামাটির কাপ্তাই উপজেলা আ.লীগ সভাপতি অংসুছাইন চৌধুরীসহ গ্রেপ্তার ২ রাবিপ্রবিতে “প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা শিক্ষা বৃত্তি” বিষয়ক সভা অনুষ্ঠিত খাগড়াছড়ির গুইমারাতে সেনা অভিযানে গাঁজা ক্ষেত ধ্বংস শীতার্তদের মাঝে লংগদু জামায়তের উদ্যোগে ত্রান সহায়তা বিতরণ
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। চন্দনাইশ পৌর এলডিপির সভাপতি আলহাজ্ব এম আইনুল কবিরের আগমন ঘিরে রাঙামাটি জেলা গণতান্ত্রিক যুদল ও পৌর এলডিপির উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বনরূপার একটি
রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায়
সভাপতিত্ব করেন-
রাঙামাটি পৌর
এলডিপির সভাপতি
হাজী
আলমগীর।
বিশেষ
অতিথি
ছিলেন-
জেলা
এলডিপির সিনিয়র
সহ-সভাপতি ফরিদুল ইসলাম,
সহ-সভাপতি কমল বিকাশ
চাকমা,
দপ্তর
সম্পাদক নুরুল
আনোয়ার,
পৌর
এলডিপির সাধারণ
সম্পাদক ফকরুল
ইসলাম,
সহ-সভাপতি মো. ইউনুছ,
জেলা
গণতান্ত্রিক যুবদলের সভাপতি
শহীদুল
ইসলাম,
সাধারণ
সম্পাদক সাইফুদ্দীন, সদর
থানা
শাখার
সভাপতি
প্রতুল
বিকাশ
চাকমা।
স্বাগত
বক্তব্য রাখেন-
জেলা
গণতান্ত্রিক ছাত্রদলের আহ্বায়ক আবু
তৈয়ব
ও
সদস্য
সচিব
মো.
মঞ্জ।
এসময়
এলডিপির অংগ
ও
সহযোগি
সংগঠনের বিভিন্ন স্তরের
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে
চন্দনাইশ পৌর
এলডিপির সভাপতি
আলহাজ্ব এম
আইনুল
কবিরকে
জেলা
গণতান্ত্রিক যুদল
ও
পৌর
এলডিপির পক্ষ
থেকে
ফুলেল
শুভেচ্ছা জানানো
হয়।