বৃহস্পতিবার | ২৩ জানুয়ারী, ২০২৫

চন্দনাইশ পৌর এলডিপি সভাপতির আগমনে রাঙামাটিতে সংবর্ধনা সভা

প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২৫ ০৫:০৬:১৫ | আপডেটঃ ২২ জানুয়ারী, ২০২৫ ১১:৪২:৩৬  |  ২০৮

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। চন্দনাইশ পৌর এলডিপির সভাপতি আলহাজ্ব এম আইনুল কবিরের আগমন ঘিরে রাঙামাটি জেলা গণতান্ত্রিক যুদল পৌর এলডিপির উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার সন্ধ্যায় বনরূপার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- রাঙামাটি পৌর এলডিপির সভাপতি হাজী আলমগীর।


বিশেষ অতিথি ছিলেন- জেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি ফরিদুল ইসলাম, সহ-সভাপতি কমল বিকাশ চাকমা, দপ্তর সম্পাদক নুরুল আনোয়ার, পৌর এলডিপির সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, সহ-সভাপতি মো. ইউনুছ, জেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুদ্দীন, সদর থানা শাখার সভাপতি প্রতুল বিকাশ চাকমা।
স্বাগত বক্তব্য রাখেন- জেলা গণতান্ত্রিক ছাত্রদলের আহ্বায়ক আবু তৈয়ব সদস্য সচিব মো. মঞ্জ।

 

এসময় এলডিপির অংগ সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে চন্দনাইশ পৌর এলডিপির সভাপতি আলহাজ্ব এম আইনুল কবিরকে জেলা গণতান্ত্রিক যুদল পৌর এলডিপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions