বৃহস্পতিবার | ২৩ জানুয়ারী, ২০২৫

বাঘাইছড়ি বিএনপির সভাপতিসহ ৯ নেতার পদ স্থগিত

প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২৫ ০৭:২৯:২৮ | আপডেটঃ ২৩ জানুয়ারী, ২০২৫ ০১:০৯:৩৬  |  ২৭৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৯ নেতার নেতার পদ স্থগিত করেছে জেলা বিএনপি।নানান অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি। আগামী ৩০ জানুয়ারির মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমাদানের নির্দেশ দিয়েছে জেলা বিএনপি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে রাঙামাটি জেলা বিএনপির মিডিয়া সেল এসব তথ্য নিশ্চিত করেছে।

রাঙামাটি জেল বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের লিখিত অভিযোগ ও সংবাদমাধ্যমে প্রকাশিত অবৈধ সিগারেট, পৌর টোল, বালুর মহাল দখল, মানুষকে জিন্মি করে চাঁদা আদায়, রাতের আঁধারে বিভিন্ন বাগানের গাছ কাটা নিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ ক্ষতিয়ে দেখতে এই নেতাকর্মীদের পদ স্থগিত করা হয় এবং অভিযোগ ক্ষতিয়ে দেখতে জেলা বিএনপির নেতৃত্ব নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৩০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন প্রকাশের কথা জানানো হয়েছে। 

রাঙামাটি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মো. আবু নাছির ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের সই করা পৃথক তিনটি চিঠিতে ৯ নেতার পদ স্থগিত ও তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

দলের পদ স্থগিত হওয়াদের নেতাদের মধ্যে রয়েছেন- বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. নুর উদ্দিন, বাঘাইছড়ি পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন জুম্মান ও যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আমির হোসেন ও সদস্য সচিব নুরুল ইসলাম জিন্নাত, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহাদাৎ মোল্লা, কাচালং কলেজ ছাত্রদলের সদস্য সচিব সারওয়ার গাজী, বাঘাইছড়ি পৌর যুবদলের সদস্য নুর কবির।

পদ স্থগিত হওয়া নেতাদের চিঠিতে বলা হয়, আপনারা দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও দলের ভাবমূর্তি বিনষ্ট করাসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছেন। এরুপ অপকর্ম হতে বিরত থাকার জন্য কেন্দ্রীয় ও রাঙামাটি জেলা বিএনপির পক্ষ হতে দলের সকল নেতাকর্মীকে বহু বার নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু আপনারা দলের দায়িত্বশীল পদে বহাল থেকে দলের সকল নির্দেশনা অমান্য করে এসকল গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী কর্মকান্ড চালিয়ে দলীয় সুনাম ও দলীয় শৃঙ্খলা নষ্ট করছেন।

আপনারা দলের সকল নির্দেশনা অমান্য করে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড চালিয়ে দলীয় সুনাম ও দলীয় শৃঙ্খলা নষ্ট করায় আপনার সকল পর্যায়ের দলীয় সকল পদ পদবী ও পদের কার্যক্রম দলের গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক অভ্যান্তরীণ শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো। এ সময়ে কোনো প্রকার দলীয় কর্মকান্ডে অংশগ্রহণ ও দলীয় পদ পদবী ব্যবহার করিতে পারিবেন না।

অন্যদিকে, আরেক চিঠিতে অভিযোগ তদন্তে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবু নাছিরকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত ও যাচাই বাছাই কমিটি গঠন করা হয়েছে। এতে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুগ্ম এসএম শফিজল আজম ও দপ্তর সম্পাদক আবদুল কুদ্দুছ সদস্য হিসেবে আছেন।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন বলেন, কিছু অভিযোগ আসার প্রেক্ষিতে বাঘাইছড়ি উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলের ৯ নেতার পদ স্থগিত করা হয়েছে এবং বিষয়টি তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions