রাঙামাটিতে রোভার স্কাউটের প্রাক- কমডেকা ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২৫ ০৭:২৮:০০
| আপডেটঃ ২২ জানুয়ারী, ২০২৫ ০২:৩৮:৫৮
|
১৫৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে রোভার স্কাউটের প্রাক- কমডেকা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি স্টেডিয়ামের মিলনায়তনে প্রধান অতিথি থেকে থেকে এ ক্যাম্পের উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা।
রাঙামাটি বি এম কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা রোভার স্কাউটের কমিশনার মুজিবুল হক বুলবুল, রাঙামাটি সরকারি মহিলা কলেজের প্রভাষক মো: রবিউল হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক মো: আবছার উদ্দিন।
ক্যাম্পে বক্তারা দেশ ও জাতির উন্নয়নে রোভার স্কাউট সদস্যদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।