রাঙামাটিতে গাউছুল আজম মাইজভান্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশঃ ৩১ ডিসেম্বর, ২০২৪ ০৬:২৪:৩৯
| আপডেটঃ ০৩ জানুয়ারী, ২০২৫ ০৪:২৩:৪৪
|
৯১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। গাউছুল আজম মাইজভা-ারী হিফজুল কুরআন ফাউন্ডেশন’র উদ্যোগে দ্বিতীয় বারের মতো “গাউছুল আজম মাইজভা-ারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৪-২৫” এর রাঙামাটি জেলা অডিশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে শহরের লেকার্স রোডে বনরূপা দায়রা শাখায় অনুষ্ঠিত অডিশনে দুইটি বিভাগে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ১২১জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। বিচারক হিসেবে ছিলেন গাউছুল আজম মাইজভা-ারী হিফজুল কুরআন ফাউন্ডেশন’র কো-অর্ডিনেটর হাফেজ কারী মোবারক আলী হোসাইনী ও হাফেজ কারী বরকতুল্লাহ বিন হুসাইনী।
এসময় শাহ এমদাদীয়া রাঙামাটি জেলা, কাউখালী উপজেলা ও এর আওতাধীন সকল শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার পর বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। এরপর দুইটি বিভাগে বিজয়ী ২৩জন প্রতিযোগিকে ইয়েস কার্ড ও ক্রেস্ট প্রদান করা হয়। ইয়েস কার্ড প্রাপ্ত রাঙামাটির ২৩জনসহ সারাদেশের সকলকে নিয়ে আগামী ১৫ জানুয়ারী ফটিকছড়ির মাইজভা-ার দরবার শরীফে গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হবে।