সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

বান্দরবানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

প্রকাশঃ ২১ অক্টোবর, ২০২৪ ০৯:১৮:০৮ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৭:২৫:০৭  |  ৪০৯

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। দেশব্যাপী আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর, প্রশাসনিক ফ্যাসিস্ট আওয়ামীলীগ শক্তির উত্থান পূনর্বাসন প্রতিরোধ, প্রশাসনে স্বৈরাচারের দোসরদের অপসারণের দাবীতে বান্দরবানে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

সোমবার ( ২১ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবান সদরের শহিদ মিনার চত্ত্বর থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও শহিদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় মিছিলে মশাল হাতে শতাধিক ছাত্র অংশ নেন।

 

পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধিরা। এসময় তারা অবিলম্বে সরকারের বিভিন্ন জায়গায়  স্বৈরাচার হাসিনার যেসব দোসররা রয়ে গেছে তাদের অপসারণের দাবী জানান, এবং ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামীলীগের যেসব সন্ত্রাসী রয়েছে তাদেরকে গ্রেফতারের দাবী জানান। এছাড়াও বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসরদের ইন্ধনে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে রাজপথে মিছিল করার সাহস দেখাচ্ছে তার তীব্র প্রতিবাদ জানান।

 

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions