সিএইচটি টুডে ডট কম,বান্দরবান। জমকালো আয়োজনে বান্দরবানে অনুষ্ঠিত হয়ে গেল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৪।
৩১জুলাই বিকেলে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বান্দরবান জেলা স্টেডিয়ামে টুর্ণামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়।
সমাপনী খেলায় লামা উপজেলা ফুটবল দলের মোকাবেলা করে নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল দল।
খেলায় লামা উপজেলা ফুটবল দল ৩-০ গোলে নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল দলকে পরাজিত করে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করে।
সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার ও ট্রফি হাতে তুলে দেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো.তোফায়েল ইসলাম ।
এসময় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, পৌরসভার মেয়র মো.সামসুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুজিবুর রশীদসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: গত ২৭জুলাই বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় আর এবারের টুর্ণামেন্টে বান্দরবানের ৭টি উপজেলার ফুটবল দল এবং লামা পৌরসভা ফুটবল দলসহ সর্বমোট ৮টি দল অংশগ্রহণ করে।