সিএইচটি টুডে ডট কম, ,বান্দরবান। শুভ বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী) পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ৩০০নং বান্দরবান আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি তার বান্দরবানস্থ অফিস কক্ষে এই অনুদানের চেক বিতরণ করেন।
এসময় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি হ্লাথোয়াইহ্রী মারমা এর সভাপতিত্বে উজানী পাড়া মহা রাজগুরু বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক মং থোয়াইসিং মারমা, লামা জীনামেজু অনাথ আশ্রমের অধ্যক্ষ ভদন্ত উ: নন্দমালা থের সহ জেলা ও উপজেলা বিভিন্ন বিহারের বিহার অধ্যক্ষ ও বিহার পরিচালনা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এসময় বান্দরবানের বিভিন্ন উপজেলার ৬৯টি বৌদ্ধ বিহারে দায়িত্বপ্রাপ্ত বিহার অধ্যক্ষ ও বিহার পরিচালনা কমিটির হাতে সর্বমোট ১৭ লক্ষ ৪৩ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ৩০০নং বান্দরবান আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি ।