সোমবার | ১৬ সেপ্টেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে বালুর ট্রাকে করে বিদেশি মদ পরিবহন,আটক ৩

প্রকাশঃ ০৮ জুন, ২০২৪ ০৪:৩০:০০ | আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৪২:০৬  |  ৪২৪

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে বালুর ট্রাকে করে বিদেশি মদ পরিবহনের সময় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ১শ বোতল বিদেশি মদ।

 

শনিবার সকালে নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার মুক্তা ধর জানান," ভারতের সীমান্তবর্তী উপজেলা পানছড়ি থেকে বালু বোঝাই ট্রাকে করে কাটুর্নে বিদেশি মদ জেলা সদরে পাচার করছিল একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা সদরের অনন্ত মাষ্টার পাড়া থেকে ১০৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

 

চক্রের মুলহোতাদের ধরতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions