সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

মহালছড়ি সেনা জোনের উদ্যোগে বন্যার্তদের মাঝে মেডিক্যাল ক্যাম্পেইন

প্রকাশঃ ০১ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩৯:১১ | আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ ০২:২৮:৫৭  |  ২৭৬

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি খাগড়াছড়ি)। খাগড়াছড়ি জেলার মহালছড়ি জোনের আওতাধীন  কমলছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বন্যার্তদের মাঝে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে মহালছড়ি সেনা জোন।


১ সেপ্টেম্বর রবিবার মহালছড়ি জোনের জোন কমান্ডার লে: কর্ণেল শাহ্‌রিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি নিজে উপস্থিত থেকে উক্ত মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন।


উক্ত মেডিকেল ক্যাম্পেইনে ০৩ জন বিশেষজ্ঞ ডাক্তার (শিশু বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ ও এন্ডোক্রাইনোলজিস্ট) এবং সেনাবাহিনীর ১ জন মেডিক্যাল অফিসারের সমন্বয়ে সকাল ১০টা হতে বিকাল ৪ টা পর্যন্ত প্রায় সাত শতাধিকের অধিক দুঃস্থ ও হতদরিদ্র বন্যার্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

উল্লেখ্য, মহালছড়ি সেনা জোন সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করে আসছে। ভবিষ্যতেও মহালছড়ি সেনা জোনের এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন সূত্রে জানা গেছে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions