সোমবার | ২৫ নভেম্বর, ২০২৪

২৪ ঘণ্টা অতিক্রম হওয়ার পরও খোঁজ মেলেনি প্রিয়ন্তী কর্মকারের

প্রকাশঃ ০৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:১৮:০১ | আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ০২:২০:০৮  |  ৫১৬

সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী গ্রামে কাচালং নদীর পানিতে তলিয়ে গিয়ে অষ্টম শ্রেণির পড়ুয়া প্রিয়ন্তি কর্মকার(১৪) নামে এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

 

 

শুক্রবার( ০৬ সেপ্টেম্বর) সকাল টার দিকে প্রাইভেট পড়ানোর কথা বলে বান্ধবীর সাথে যাওয়ার সময় কাচালং নদীতে তলিয়ে যায়। নিখোঁজ শিক্ষার্থী বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী গ্রামের পূর্ণচান কর্মকারের মেয়ে প্রিয়ন্তী কর্মকার (১৪)

 

শনিবার (০৭ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টা অতিক্রম হলেও মেলেনি প্রিয়ন্তী কর্মকারের খোঁজ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (০৬ সেপ্টেম্বর) সারাদিন ব্যাপি স্থানীয় মানুষ, যুব রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস কর্মীরা অনেক খোঁজাখুঁজি করেছে, এবং সন্ধ্যা ঘটিকায় রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিস এর ডুবুরি টিম এসে অনেক খোঁজার চেষ্টা করেছে, তবুও মেলেনি প্রিয়ন্তী কর্মকারের খোঁজ।

 

আজ সকালে আবারো ডুবুরি টিম উদ্ধার কার্যক্রম অংশ নিয়ে মেলেনি সফল।

 

 

বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের মেম্বার মো: নুরুল ইসলাম "Chttoday" কে জানান, সকালে নদীতে পড়ে নিখোঁজ হওয়া প্রিয়ন্তি কর্মকারকে গতকাল (০৬ সেপ্টেম্বর) থেকে উদ্ধার চেষ্টা করেও  এখনো পাওয়া যায়নি। রাঙামাটি থেকে ডুবুরি দল এসে গতকাল রাত এবং আজ সকালে পর্যায়ক্রমে সর্বোচ্চ চেষ্টা করেছে। তবুও মেলেনি প্রিয়ন্তীর সন্ধান। বর্তমানে ফায়ার সার্ভিস এর কর্মীরা ফিরে যাচ্ছেন। তবে ইঞ্জিন চালিত বোট দিয়ে টহল দিচ্ছে স্থানীয়রা।

 

অন্যদিকে প্রিয়ন্তী কর্মকারের মায়ের সাক্ষাৎকার নিতে চাইলে তিনি বলেন, সে আমাকে বললো "মা আই প্রাইভেট পড়তাম জাইরগোই" কথাটা বলতেই কান্নায় ভেঙ্গে পড়েন প্রিয়ন্তী কর্মকারে মা। উনার মুখে একটাই কথা বের হচ্ছে "ঝিঁ আরে শেষ দেখা দি গেলো"

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions