শনিবার | ২৩ নভেম্বর, ২০২৪

নৌকা বাইচ প্রতিযোগীতার মাধ্যমে বান্দরবানে শুরু হলো ক্রীড়া মেলা

প্রকাশঃ ২৩ নভেম্বর, ২০২৪ ০৫:০১:৪৩ | আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ ০৮:১১:০৩  |  ৬৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। যুব সমাজকে মাদকমুক্ত করতে আর ক্রীড়ার উন্নয়নে বান্দরবানে অনুষ্টিত হয়ে গেল নৌকা বাইচ প্রতিযোগীতা।  শনিবার সকালে বান্দরবানের সাংগু নদীতে সম্মিলিত ক্রীড়া পরিষদের উৎসব মূখর এই আয়োজন দেখতে নদীর তীরে ভিড় করে হাজারো মানুষ। দীর্ঘদিন পর নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পেরে খুশি অংশগ্রহণকারীরা আর এমন আয়োজন করতে পারায় উচ্ছস্বিত আয়োজককারীরা।

শনিবার (২৩ নভেম্বর) সকালে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে বান্দরবানের সাংগু নদীতে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

সকালে উজানীপাড়া সাংগু নদীর ঘাটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে নৌকা বাইচ প্রতিযোগীতার উদ্ধোধন করেন বান্দরবান  পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানাজামা লুসাই।

এসময় পুরুষের ১১টি দল ও নারীদের ৮টি সুসজ্জিত দল বিভিন্ন বাহারী নৌকা আর সুসজ্জিত পোষাক পরিধান করে উজানীপাড়া সাংগু নদীর ঘাট থেকে প্রতিযোগীতা শুরু করে আর শেষে মারমা বাজার খেয়াঘাটে সমাপনী পয়েন্টে গিয়ে পৌঁছে।

এদিকে সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে উৎসব মূখর এই আয়োজন দেখতে সকাল থেকে সাংগু নদীর পাড়ে ভীড় করে হাজারো মানুষ। দীর্ঘদিন পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি প্রতিযোগীরা। এদিকে দীর্ঘদিন পরে বান্দরবানে এমন জমকালো আয়োজনে নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন দেখতে পেয়ে খুশি দর্শক ও এলাকাবাসী ।

নৌকা বাইচ প্রতিযোগীতায় পুরুষের মধ্যে প্রথম স্থান অধিকার করে জেলা সদরের কালাঘাটা দুর্গা মন্দির গ্রুপ আর নারীদের মধ্যে প্রথম স্থান অধিকার করে ৪নং ওয়ার্ড নদীর পাড় গ্রুপ। পরে দুপুরে সমাপনী পয়েন্টে এক বর্ণাঢ্য আয়োজনে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার ও ট্রফি প্রদান করেন প্রধান অতিথি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানাজামা লুসাই।

এসময় অনুষ্ঠানে সেনাবাহিনীর জোন কমান্ডার লে: কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান, পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুলসহ পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন সদস্য, ক্রীড়া ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন ওয়ার্ডের নৌকা বাইচ প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।

বান্দরবানের ক্রীড়াঙ্গনকে আবারোও চাঙ্গা করতে নৌকা বাইচ প্রতিযোগীতার পাশাপাশি ফুটবল, ক্রীকেট,ভলিবলসহ সপ্তাহব্যাপী ক্রীড়া মেলার আয়োজন করে নানা ধরণের প্রতিযোগীতার আয়োজন করেছে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ, আর নানা আয়োজন শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার ও সম্মাননা স্মারক দেবে আয়োজক কমিটি।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions