সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। জুরাছড়ি উপজেলায় নিম্ন অঞ্চলে প্লাবিত বন্যায় ক্ষতিগ্রস্তদের নিরাপদ বিশুদ্ধকরণ সামগ্রী বিতরন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উদ্যোগে পাহাড়ী ঢলে নিম্ন অঞ্চলে প্লাবিত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পানি বিশুদ্ধকরণ ঔষধ, হাইজিন কিট,জেরিক্যান ও সচেতনতা মূলক প্রচারনা লিফলেট বিতরণ করা হয়।
শুক্রবার(৬ সেপ্টেম্বর) উপজেলা মৈদং ইউনিয়নের শীলছড়ি, জুরাছড়ি ইউনিয়নের আমতুলী, মধ্য বালুখালী ও উপজেলা সদরের হাসপাতাল এলাকায়, বনযোগীছড়া ইউনিয়নের বড়ইতলী, চকপতিঘাট গ্রামে এসব বিতরণ করেন উপজেলা উপসহকারী জনস্বার্থ প্রকৌশলী রকি দে। এ সময় হাইজিন কীট ৩০টি বক্স,জেরিকেন ১০০ টি, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ১৫ হাজার, ব্লিচিং পাউডার ৫০ কেজি বিতরণ করা হয়।
এছাড়া নষ্ট নলকূপ মেরামত ও পানি বিশুদ্ধ করণের কাজ করা হয়। এ সময় মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, দুর্জন সিংহ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।