আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ক্রিকেট টিমের জার্সি উন্মোচন বান্দরবান জেলা ক্রীড়া উন্নয়ন ফোরাম এর মুখপাত্র হলেন লুৎফুর রহমান (উজ্জ্বল) রাঙামাটির রাজস্থলীতে দুইটি ইটভাটা বন্ধ, ১ লাখ টাকা জরিমানা পাহাড়ে লিঙ্গ বৈচিত্র্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে অ্যাফাসার পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দ বাতিলের সিদ্ধান্তে নিন্দা পিসিপি ও এইচডব্লিউএফর
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। দ্বাদশ সংসদ নির্বাচনে বান্দরবান আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈ শিং। তিনি পেয়েছেন এক লাখ ৭২ হাজার ৬৭১ ভোট।
তার প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের এ টি এম শহীদুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৩ শত ৬১ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রাত দশটায় রিটার্নিং কর্মকর্তা ও বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। এসময় তিনি বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুরকে বিজয়ী ঘোষনা করেন। নির্বাচনে মোট ৬৪.৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানান তিনি।
এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।
প্রসঙ্গত, বান্দরবান ৩০০ নম্বর আসনে মোট ভোটার দুই লাখ ৮৮ হাজার ৩০ জন। আসনটির ১৮২টি ভোটকেন্দ্রের ৭২৭টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।