সোমবার | ১৬ সেপ্টেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে আওয়ামীলীগে বিদ্রোহীসহ ৭ প্রার্থীর মনোনয়ন জমা

প্রকাশঃ ৩০ নভেম্বর, ২০২৩ ০৪:৩৮:১১ | আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:৩২:০৬  |  ৮৩৩

সিএইচটি টুডে ডট কম,খাগড়াছড়ি। খাগড়াছড়িতে দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার লক্ষে শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জন। নিয়ে বৃহস্পতিবার বিকেল টা পর্যন্ত খাগড়াছড়ি (২৯৮নং) আসনে মনোনয়ন সংগ্রহ জমা দিয়েছেন জন প্রার্থী। 

 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা দলীয় সমর্থকদের নিয়ে রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামানের কাছে মনোনয়ন জমা দেন। এরপর বিকেল টায় জাকের পার্টির প্রার্থী মো. হোসেন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সমীর দত্ত চাকমা, ন্যাশনাল পিপলস পার্টির মো. মোস্তফা, তৃণমূল বিএনপির প্রার্থী উশেপ্রু মারমা বাংলাদেশ কংগ্রেসের হাবীবুর রহমান মনোনয়ন জমা দেন। এর আগে গতকাল আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা মনোনয়ন জমা দেন। 

 

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা স্বতন্ত্র ভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ছাড়া গুইমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উশেপ্রু মারমা তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। 

 

দুই প্রার্থী নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চায় বলে জানান, নির্বাচন নিয়ে দেশের জনগণ বিভিন্ন রাজনৈতিক দলের মাঝে যে অস্বস্তি আছে তা দুর করতে হবে সরকারকে। আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থেকে পর্যবেক্ষণ করতে চায়। 

 

খাগড়াছড়ির জেলা প্রশাসক রিটার্নিং অফিসার জানান, আজ  পর্যন্ত জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন এবং সব প্রার্থী জমা দিয়েছেন। আগামী রোববার প্রার্থীতার যাচাই বাছাই হবে রিটার্নিং অফিসারের কার্যালয়ে।


খাগড়াছড়ি আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ভোটার লাখ ১৫ হাজার   ৪৬ জন 

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions