চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে বৃহত্তর মাইনী বাজারে মাইনীমূখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে ও লংগদু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে বাজারের অগ্নি নির্বাপণ কমিটির আহ্বায়ক আব্দুল আলীমের তত্ত্বাবধানে গরুর হাটে এ অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া পরিচালনা করেন লংগদু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. সেলিম।
এসময় আরো উপস্থিত ছিলেন মাইনী বাজার কমিটির সভাপতি মো. আব্দুর রশীদ, সহ সভাপতি মো. জামাল উদ্দিন ও ইউপি সদস্য আবুল কাশেম, বাজার অগ্নি নির্বাপণ কমিটির সদস্য সচিব জিসান, রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য, ফায়ার সার্ভিস দলসহ ব্যবসায়ী ও সাধারণ জনতা।
মহড়ায় প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ড সংঘটিত হলে উদ্ধার কাজ ও অগ্নি নির্বাপণের নানান কৌশল প্রদর্শন করা হয়। একই সাথে বাসা-বাড়িতে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কিভাবে সহজেই আগুন নিয়ন্ত্রণ করা যায় তা প্রদর্শনীতে দেখানো হয়।
বাজার ব্যবসায়ী ও জনসাধারণের উদ্দেশ্যে অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া বিষয়ে ফায়ার স্টেশনের লিডার মো. সেলিম বলেন, এ ধরনের মহড়া আমাদের সকলের অগ্নি নির্বাপণে দক্ষতা বৃদ্ধি ও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সহায়ক হবে।
তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পেয়েছে, তাই অগ্নিকাণ্ড সংক্রান্ত দুর্ঘটনা প্রতিরোধে প্রতিটি পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণের প্রাথমিক ব্যবস্থা রাখতে হবে।