চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। কঠিন চীবর দান শেষে বাড়ী ফেরা হলো না বিপুল চাকমার। বৃহস্পতিবার মধ্যরাতে কাউখালী উপজেলার বেতছড়ি গ্রামে চাদের গাড়ী(জীপ)’র উল্টে মর্মান্তিক এক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন উপজেলা পানছড়ি এলাকার নিবারন চাকমার ছেলে বিপুল চাকমা(১৭)। এতে কমপক্ষে আরো ৬জন আহত হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন এ ব্যাপারে কাউখালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ ও এলাকবাসী সুত্রে জানাযায় ঘাগড়া এলাকার স্বধর্ম বৌদ্ধ বিহারের চীবর দান শেষে বাড়ী ফেরার সময় বৃহস্পতিবার মধ্যরাতে বেতছড়ি (গুচ্ছগ্রাম) এলাকায় পৌঁছলে তাদের বহনকারী চাদের (জীপ) গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ীটি উল্টে গেলে গাড়ীর নীচে বিপুল চাকমাসহ অন্যান্যরা চাপা পড়ে। পড়ে তাদের চিৎকারের খরব পেয়ে আশে পাশের লোকজন এসে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র ও সেখান থেকে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরন করে।
রাঙামাটি জেনারেল হাসপাতালে আনার পর কর্তব্যরত ডাক্তাররা বিপুল চাকমা(১৭ কে মৃত ঘোষনা করেন। আহতরা হলো শুভ চাকমা(১৮), সুলক্ষণ চাকমা(১৮), সুজন চাকমা(১৯), সোহেল চাকমা (১৪) নোবেল চাকমা(২২), অরবিন্দু চাকমা(৩২)।
কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী জানিয়েছেন, এ ব্যাপারে নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না করায় কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।