চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে অবৈধ উপায়ে পাচারকালে ১৫৫ ঘনফুট গোল গামারী কাঠ জব্দ করেছে রাজনগর জোন ৩৭ বিজিবি। যার বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা।
বিজিবি সূত্র জানা গেছে, মঙ্গলবার ৩৭ বিজিবির জোনের আওতাধীন চুরুয়াখালী কবিরপুর ৯নম্বর ওয়ার্ড নামক এলাকায় বনাঞ্চল থেকে কাঠ কেটে চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্যে নদীর পানির নিচে লুকিয়ে রেখেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর বিজিবি জোন কমান্ডার লে. কর্নেল শাহ্ মোহাম্মদ শাকিল আলমের দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল রাতের বেলায় উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
পরিচালিত অভিযানে উক্ত স্থান হতে ১৫৫ ঘনফুট গামারী কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠগুলো পাবলাখালী ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এবিষয়ে রাজনগর জোন কমান্ডার জানান, অবৈধ কাঠ চোরাচালানের বিরুদ্ধে চলমান আভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।