শনিবার | ২১ সেপ্টেম্বর, ২০২৪

জুরাছড়িতে হাজারো পূর্নাথীদের সমাগমে প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান অনুষ্ঠিত

প্রকাশঃ ০৪ নভেম্বর, ২০২৩ ০৭:৩১:৩৪ | আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৪৮:০০  |  ৪৬২

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দক্ষিণ এশিয়ার বৃহত্তম ১২৬ ফুট উচ্চতায়  বুদ্ধ মুর্তি স্হাপিত সুবলং শাখা বন বিহারে ৩১ তম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান শনিবার অনুষ্ঠিত হয়েছে


বিহার প্রাঙ্গনে আয়োজিত ধর্মীয় সভায় ধর্ম দেশনা দেন রাঙামাটি রাজ বন বিহারের সিনিয়র ভিক্ষু জ্ঞান প্রিয় মহাস্হবির,  প্রিয়তিষ্য মহাথের, জ্ঞানদীপ মহাথেরো অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ চাকমা, জ্ঞানেন্দু চাকমা প্রমুখ


অনুষ্ঠানে বুদ্ধ মুর্তিদান, সংঘদান,অষ্টপরিস্কার দান, কল্পতরু দান, কঠিন চীবরদানসহ নানাবিধ দান উৎসর্গ করা হয় অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার পূর্নাথীর সমাগম ঘটেছে

এর আগে ২৪ ঘন্টার মধ্য সুতা কাটা থেকে শুরু করে তৈরীকৃত কঠিন চীবর উপস্হিত ভিক্ষু সংঘের উদ্দেশ্য হস্তান্তর করা হয়


এসময় ধর্মীয় গুরুরা বুদ্ধের উপদেশ    মনচিত্তকে পরিস্কার- পরিচ্ছন্ন রেখে দান কার্য সম্পাদন করলে ইহকাল পরকালে মঙ্গল সুখ আসবে পাশাপাশি প্রানী হত্যা থেকে বিরত, মিথ্যা কথা না বলা   কৌশল কর্মের মাধ্যমে  তৃঞ্চা দুখ থেকে মুক্তিলাভ সম্ভব বলে হিতোপোদেশ দেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions