চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটির লংগদুতে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে লংগদু থানার সামনে থেকে র্যালী বের করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মিলায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
কমিউনিটি পুলিশিং ডে'র আলোচনা সভায় এস.আই শাহাবুর আলমের সঞ্চালনায় লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন থানা কমিউনিটি পুলিশের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, সহকারী পুলিশ সুপার বাঘাছড়ি সার্কেল আব্দুল আওয়াল চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার আকিব ওসমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, জেলা পরিষদের সদস্য আসমা বেগম সহ বীর মুক্তিযুদ্ধা শাহনেওয়াজ ফারুক প্রমুখ।
সভায় গত ২৮ অক্টোবর বিএনপি-জামাত কর্তৃক পুলিশ হত্যার তীব্র নিন্দা জানায় বক্তারা। এছাড়াও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সকলকে সচেতন ভাবে কাজ করে যাওয়ার কথা বলা হয়। যেকোন অন্যায় অপরাধের কথা পুলিশের কাছে তুলে ধরার জন্যও বিশেষ ভাবে অনুরুধ করা হয়।
শেষে কমিউনিটি পুলিশের শ্রেষ্ঠ দায়িত্বশীল এসআই শাহাবুর আলম, গ্রাম পুলিশ আল-আমিন, আনসার ভিডিপি প্লাটুন কমান্ডার নুরু মিয়ার হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। |