চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়িতে অবস্থিত জনপ্রিয় বেসরকারি পর্যটন কেন্দ্র নিসর্গ রিভার ভ্যালি এবং নিসর্গ পড হাউজ। বছর খানেক আগে চালু হওয়া এই পর্যটন কেন্দ্রটি ইতিমধ্যে পর্যটকদের আর্কষনের কেন্দ্র বিন্দু পরিণত হয়েছে।
বাঁশের তৈরি নিসর্গ রিভার ভ্যালি রেস্তোরাঁয় প্রায় ২ শত লোক একসাথে বসে খাবার গ্রহন করতে পারে। সেই সাথে কর্ণফুলী নদীর কোল ঘেঁষে থাইল্যান্ডের আদলে তৈরী হওয়া ৯ টি পড হাউজে রাত্রি যাপনের জন্য প্রতিদিন পর্যটকরা ভীড় করছেন। তাই পর্যটকদের চাহিদাকে সামনে রেখে পড হাউজের উপরে তৈরি হয়েছে নিসর্গ প্রিমিয়াম পড হাউজ। নতুন তৈরী প্রিমিয়ার পড হাউজ এর সংখ্যা ৫ টি।
এদিকে শুক্রবার ( ৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় এই প্রিমিয়ার পড হাউজ এর উদ্বোধন করা হয়েছে।
কাপ্তাই ব্যাটালিয়ন ( ৪১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল আমীর হোসেন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই প্রিমিয়ার পড হাউজ এর উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, প্রকৃতির অনিন্দ্য সুন্দর কাপ্তাই উপজেলায় পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। পৃথিবীর অনেক দেশ ট্যুরিজমকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে। আমরাও আমাদের পর্যটন স্পট গুলোকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারি।
উদ্বোধনকালে এসময় কাপ্তাই জোনের( ৫৬ বেঙ্গল) অধিনায়ক লেঃ কর্নেল নূর উল্ল্যাহ জুয়েল,পিএসসি, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, নিসর্গ রিভার ভ্যালির পরিচালক নাছির উদ্দিন, মো: সরোয়ার, সহ স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
নিসর্গ রিভার ভ্যালির পরিচালক নাছির উদ্দীন বলেন, আধুঁনিকতার সব ধরনের সুযোগ সুবিধা ও পর্যটকদের চাহিদাকে মাথায় রেখে আমরা আরোও ৫ টি প্রিমিয়াম পড হাউজ নির্মাণ করেছি। যার নামকরণ করা হয়েছে প্রিমিয়াম পড হাউজ। এখানে প্রতিটি রুম তৈরী করা হয়েছে কাঠ দিয়ে এবং প্রতিটি রুম শীতাতাপ নিয়ন্ত্রিত। প্রতিটি রুমে কমপক্ষে ৪ জনের থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি রুমের পাশে তৈরী করা হয়েছে কাঠের গোল ঘর। এই গোল ঘরে বসে পর্যটকরা কর্ণফুলী নদীর দৃশ্য অবলোকন করতে পারবেন।
নিসর্গ রিভার ভ্যালির পরিচালক মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, পর্যটন শহর কাপ্তাই ইতিমধ্যে পর্যটকদের কাছে দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে ৷ আমরা ইতিমধ্যে যে ৯ টি পড হাউজ তৈরী করেছি, সেইগুলো পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তাই আরোও বেশী সংখ্যক পর্যটক যাতে একসাথে রাত্রি যাপন করতে পারে, তাই নতুন করে প্রিমিয়াম পড হাউজ তৈরী করেছি।
নিসর্গ পড হাউজ এর পরিচালক এবং চট্রগ্রাম ট্যুরিস্ট গ্যাং এর এডমিন সাকিব নাবিল বলেন, থাইল্যান্ড একটি পড হাউজ এ ঘুরতে গিয়ে ইন্সপাইয়ারড হয়ে নিজের দেশেই এমন ভিন্ন কিছু করার উদ্যোগ গ্রহন করা। বাংলাদেশে পড হাউজ আর নেই বললেই চলে। সে হিসেবে ভীন্ন কিছু করার পরিকল্পনা নিয়েই এই কাপ্তাই নদীর পাড়ে সুন্দর মনোরম পরিবেশে রাত্রীযাপন করার জন্য বেস্ট একটি অপশন হচ্ছে আমাদের নিসর্গ পড হাউজ।