চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি
জেলায় আজ ৩ নভেম্বর যথাযোগ্য
মর্যাদায় জেল হত্যা দিবস
পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টায়
রাঙামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে
দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খাদ্য মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির
সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি
দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে ও
সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিনের
সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামীলীগের
সাধারন সম্পাদক হাজী মো: মুছা
মাতব্বর, সহ-সভাপতি মো:
রফিকুল মাওলা, ত্রিদিব কান্তি
দাশ, যুগ্ম সম্পাদক সন্তোষ
কুমার চাকমা, পৌর আওয়ামীলীগের
যুগ্ম সম্পাদক মো: শাহ ফারুক
পিন্টু, জেলা কৃষকলীগ সভাপতি
মো: জাহিদ আকতার, জেলা
মৎস্যজীবিলীগ সভাপতি উদয়ন বড়ুয়া,
জেলা শ্রমিকলীগ সাধারন সম্পাদক মো:
শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগ
সাধারন সম্পাদক মো: শাহজাহান, জেলা
যুবলীগ যুগ্ম সম্পাদক মনসুর
আহম্মেদ মান্না সহ আওয়ামী
লীগ ও সহযোগী অঙ্গ
সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য
রাখেন।
এসময় দিপংকর তালুকদার এমপি
বলেন, জাতীয় চার নেতাকে
হত্যা করে হত্যাকারীরা মুক্তিযুদ্ধের
ইতিহাস পরিবর্তন ও এদেশ থেকে
আওয়ামী লীগের নাম নিশানা
মুছে দিতে চেয়েছিল।
কিন্তু তাদের সেই চেষ্টা
ব্যর্থ হয়েছে। ১৯৭৫
সালের ৩রা নভেম্বরে জেলের
ভিতর জাতীয় চার নেতাকে
নৃশংস হত্যাকান্ডটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জগন্যতম হত্যাকান্ড।
বক্তারা আরও বলেন, পৃথিবীর
সবচেয়ে নিরাপদ জায়গা হলো
কারাগার, সেই কারাগারের মধ্যে
মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী জাতীয় নেতাদেরকে হত্যা
করেছে জাতির পিতার আত্মস্বীকৃত
খুনি ও ৭১'র
পরাজিত শক্তিরা। জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
পরে বাংলাদেশ নির্মাণে এই চার নেতার
যথেষ্ট ভূমিকা রয়েছে।
তাই বাঙালি জাতি আজও
এই মহান নেতাদের গভীর
শ্রদ্ধার সাথে স্মরণ করে।
আলোচনাসভা ও দোয়া মাহফিলের
আগে জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।