শনিবার | ২১ সেপ্টেম্বর, ২০২৪
রাঙামাটি

শহরকে পরিচ্ছন্ন রাখতে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় ট্যাক্সী ভ্যান সেবা চালু

প্রকাশঃ ০২ নভেম্বর, ২০২৩ ০২:৩৯:১৬ | আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৩৪:০৪  |  ৪৩৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পর্যটন শহরকে রাঙামাটিকে পরিচ্ছন্ন রাখতে রাঙামাটিতে বর্জ্য ব্যাবস্থাপনায় ট্যাক্সী ভ্যান সেবা কার্যক্রম শুরু করেছে রাঙামাটি পৌরসভা।

আজ সকালে রাঙামাটি পৌরসভার সামনে তৃতীয় নগর পরিকল্পনা প্রকল্পের আওতায় থ্রী হুইলার ট্যাক্সী ভ্যানের উদ্বোধন করেন, রাঙামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী। এ সময় কনজারভেসি প্রধান কাউন্সিলার কালায়ন চাকমা, কাউন্সিলার জামাল উদ্দিন, কাউন্সিলার পুলক দে, ১, ২ ও ৩নং সংরক্ষিত মহিলা কাউন্সিলার জোৎনা বেগমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙামাটি পৌরসভা এ প্রকল্পের আওতায় রাঙামাটি শহরের প্রথম ধাপে ৫টি থ্রী হুইলার ট্যাক্সী নামানো হয়েছে। আজ বিভিন্ন ওয়ার্ডের অলিগলি পরিস্কার পরিচ্ছন্ন রাখার কার্যকর হতে যাচ্ছে।

এসময় পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, আবর্জনা অপসারণের জন্য বড় ট্রাকের সাথে এই ছোট থ্রী হুইলার ভ্যান গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে পর্যটন নগরী রাঙামাটিতে। শহরকে পরিস্কার রাখার কাজ আরো অনেক বেশী গতিশীল হবে। একইসাথে  নির্দিষ্ট সময়ে ও স্থানে পৌরবাসীকে ময়লা আবর্জনা ফেলার আহবানও জানান তিনি।

এলাকা পরিস্কার পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে রাঙামাটি পৌসভার মেয়র শহরবাসীর সহযোগিতা কামনা করেছেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions