চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। ‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে রাঙামাটি কাউখালী উপজেলাতে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। বুধবার (০১ নভেম্বর) সকালে উপজেলা অটোটরিয়ামে জাতীয় দিবসের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরিয়া আর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতথি ছিলেন,কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশুদৌহা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতথি ছিলেন,কাউখালী উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান অংপ্রু মারমা,উপজেলা কৃষি কর্মকর্তা রসুল সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নুরুল আবসার। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ বেলাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এই অগ্রযাত্রায় কাণ্ডারি হবে দেশের যুবসমাজ।তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন।স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, গড়ার লক্ষ্য অর্জনে সরকার যুবদের কর্মসংস্থানের জন্যে যুগোপযোগী প্রশিক্ষণ, ঋণ প্রদানসহ কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছে।