চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ ১৭ ফুটবলে বিলাইছড়ি ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বেগম ফুটবলে কাউখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার বিকেলে রাঙামাটি মারী স্টেডিয়ামে জেলা পর্যায়ের ফাইনাল খেলায় বালক বিভাগে বিলাইছড়ি ৩-০ গোলে কাউখালী উপজেলাকে এবং বালিকা বিভাগে কাউখালী উপজেলা ১-০ গোলে রাঙামাটি সদরকে পরাজিত করে।
রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা নিরুপা দেওয়ান। এসময় জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন, স্কাউট কমিশনার নুরুল আবছার ছাড়াও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার তুলে দেন। জেলা পর্যায়ের এই টুর্ণামেন্টে ১০টি উপজেলা ও ১টি পৌরসভার বালক-বালিকা দল অংশ গ্রহন করে।