চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। বিএনপি-জামায়াতের অব্যাহত সন্ত্রাসী কার্যক্রম ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাঙামাটি কাউখালী উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৩০ অক্টোবর) রাত ৮টায় উপজেলার মিনিমার্কেট আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে মিছিলটি উপজেলার পোয়াপাড়া, হাসপাতাল এলাকাসহ বিভিন্ন স্থান ঘুরে কাউখালী প্রেস ক্লাবের সামনে গোল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের, ‘বিএনপি'র গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’, ‘যুবদলের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান', ‘বিএনপির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন', ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে' ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন,কাউখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ বেলাল উদ্দীন,কলমপতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমাম উদ্দীন,ঘাগড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ কাউসার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ শাহীন আলম অভি প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি একেক সময় একেক সমাবেশ করে বিশৃঙ্খলা তৈরি করে, মাত্র তিনদিন আগে ঢাকায় সমাবেশের নামে পুলিশ হত্যা করে, অনেক গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষের সম্পদ ক্ষতিগ্রস্ত করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে তাই আগামী কাল বিএনপি- জামায়াতে অবরোধের নামে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য মোড়ে মোড়ে অবস্থান করতে হবে।