চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি
টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। কাউখালী ফিলিস্তিনের
গাজায়
ইসরায়েলের
নির্বিচার
বোমা
হামলা,
হত্যাযজ্ঞ
ও
অমানবিক
হামলার
প্রতিবাদে
ও
আল
আকসা
মসজিদ
রক্ষা
দাবীতে
বিক্ষোভ
মিছিল
ও
প্রতিবাদ
সমাবেশ
করেছে
ইমাম
সমাজ ও সর্বস্তরের জনসাধারন।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল রাঙামাটির কাউখালী উপজেলা ।
এসময় গোটা উপজেলা ইসরাইল বিরোধী স্লোগানে কেঁপে ওঠে। হাজার হাজার মুসল্লি ইসরাইল বিরোধী বিক্ষোভে অংশ নেয়।এ সময় বিক্ষুব্ধ জনতা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ যেতেও প্রস্তুত আছেন বলে ঘোষণা দেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স মসজিদের খতীব হাফেজ মাওলানা মনজুরুল হক জিহাদী। কওমী ওলামা কল্যালণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মোতালেব, পোয়াপাড়া আন নৃর জামে মসজিদের খতীব মজওলানা আবুল হায়াত মেয়াজী,ছিদ্দিক-ই আকবর দাখিল মাদরাসার সুপার আবদুর রাজ্জাক তালুকদার, তাহেরীয়া রশিদা সুন্নিয়া মাদরাসার সুপার মাওলানা সাইফুল ইসলাম আল কাদেরী, গোদারপাড় জমিরিয়া মাদরাসার মোহতামিম গাজী মহিউদ্দিন, মদিনাতুল উলুম আল্ ইসলামিয়া মাদরাসার মোহতামিম মাওলানা সানাউল্লাহ খান, ঘিলাছড়ি মাদরাসার মোহতামিম মাও ইউছুফ।অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙ্গীপাড়া মাদরাসার মোহতামিম মাওলানা আনোয়ার।
সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বের মুসলিমরন ইসরায়েলের এই নির্যাতন অবশ্যই প্রতিহত করবে। প্রতিটি শান্তিকামী মানুষ ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে আছে এবং থাকবে।আমরা ইসরায়েল সরকারসহ তাদের মদদদাতাদের স্পষ্ট বলতে চাই—অনতিবিলম্বে ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে কঠোর মূল্য দিতে হবে। বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাচ্ছে।