রবিবার | ২২ সেপ্টেম্বর, ২০২৪

খাগড়াছড়ি জেলা পরিষদের কনিষ্ঠ চেয়ারম্যানের দায়িত্বে মোহনা ত্রিপুরা!

প্রকাশঃ ১৫ অক্টোবর, ২০২৩ ০১:০৬:৩৫ | আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ ১০:২৬:২৯  |  ১৯৯৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন মোহনা ত্রিপুরা। তবে তা মাত্র এক ঘন্টার জন্য। বিশ্ব কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে গার্লস টেকওভার কর্মসূচির আওতায় এক ঘন্টার জন্য পার্বত্য জেলা পরিষদের প্রতীকী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নবম শ্রেণী পড়–য়া এ কন্যা শিশু।

রোববার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত দায়িত্ব পালন করেন ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের (এনসিটিএফ) জেলা সদরের পেরাছড়া শাখার সাধারণ সম্পাদক কন্যা শিশু মোহনা ত্রিপুরা। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ছে সেই।

স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে গার্লস টেকওভারের আয়োজন করা হয়। এক ঘন্টার প্রতীকী চেয়ারম্যান মোহনা ত্রিপুরার কাছে দায়িত্ব হস্তান্তর করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রæ চৌধুরী অপু। দায়িত্ব হস্তান্তরের পর মোহনা ত্রিপুরা অংশ নেন বিভিন্ন কর্মসূচিতে।  

পরে এতে বক্তারা বলেন, কন্যা শিশুরা সমান সুযোগ ও অধিকার পেলে বদলে দিতে পারে তাদের জীবন ও আশপাশের সমাজ। এ বিশ্বাসে শিশুদের গড়ে তুলতে মূলত এ উদ্যোগ। আন্তর্জাতিক ভাবে শিশু অধিকার নিশ্চিতে দিবসটি উদযাপনে জাতিসংঘ ২০১২ সাল থেকে জোর দিচ্ছে।  

এ সময় জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, মোহনা ত্রিপুরার মা হিরা ত্রিপুরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions