সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙ্গুনীয়ার ধামাইরহাট মৌলভীবাড়ী নিবাসী মাইজভান্ডার দরবার শরিফের একনিষ্ঠ খাদেম নূরুল ইসলাম চৌধুরী (প্রকাশ দুলা খলিফা) মঙ্গলবার সকাল ৬টায় চট্টগ্রামস্থ্য একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন) করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৩ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়ে, নাতী,নাতনীসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।
এলাকার প্রবীন এ ব্যক্তির মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। এদিকে তার ইন্তেকালে বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা সামাজিক শোক প্রকাশ করেছেন।
তিনিআঞ্জুমানে মোত্তাবেয়্যীনে গাউসে মাইজভান্ডার শাহ এমদাদিয়া খেদমত কমিটি ধামাইর হাট শাখার সভাপতিসহ এলাকার বিভিন্ন সামাজিক,মানবিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। বাদ আছর নিজবাড়ীর প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। নূরুল ইসলাম চৌধূরী (প্রকাশ দুলা খলিফা) কাউখালীর সাংবাদিক মোঃজসিম উদ্দিনের দাদা শশুর।