শুক্রবার | ২০ সেপ্টেম্বর, ২০২৪

কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত

প্রকাশঃ ২০ মে, ২০২৩ ০৪:৫৫:৩১ | আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ০২:৫০:৫৮  |  ৫০০

সিএইচটি টুডে ডট কম,  কাপ্তাই ( রাঙামাটি) রাঙামাটির   কাপ্তাই জাতীয় উদ্যানের  গহীন অরণ্যে শনিবার ( ২০ মে) বেলা টায়  ফুট ইঞ্চি লম্বা এবং প্রায় কেজি ওজনের একটি অজগর সাপ অবমুক্ত করেছেন কাপ্তাই বন বিভাগের কর্মীরা 


 কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ উপস্থিত থেকে এই সাপটি অবমুক্ত করেনএসময় কাপ্তাই প্রেস ক্লাবের সহ সভাপতি  মোঃ কবির হোসেন, বন বিভাগের ফরেস্ট গার্ড( এফজি)  আবু বক্কর    গিয়াস উদ্দিন সহ   বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন


এর আগে শনিবার সকাল টায় রাঙামাটি সদর উপজেলার রিজার্ভ বাজার  ১নং পাথরঘাটা  মহসিন কলোনী  এলাকার  নয়ন চাকমার  বাড়ী থেকে  পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন   বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মো: শোয়াইব খান এর   নির্দেশে বন বিভাগের  লোকজন স্থানীয়রা  অজগর সাপটি   উদ্ধার করে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেন

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions