শুক্রবার | ২০ সেপ্টেম্বর, ২০২৪

রাঙামাটিতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশঃ ১৯ মে, ২০২৩ ০৫:০৮:১০ | আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:১৮:১১  |  ৫৬০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসাবে রাঙামাটিতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, দ্রব্যমুল্যর উর্ধব্বগতি, অসহনীয় লোডশেডিংসহ ১০দফা দাবি বাস্তবায়নে দলীয় কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, কেন্দ্রীয় বিএনপির নেতা এডভোকেট দীপেন দেওয়ান। এতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, বিএনপি নেতা সাইফুল ইসলাম ইসলাম পনির, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টোসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন।

এসময় বক্তারা বলেন, সরকার ষড়যন্ত্রমুলক মামলা করে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে, অথচ এই সরকারের আমলে বিদেশে হাজার হাজার কোটি পাচার হয়েছে। মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা কর্মীদের হয়রানি করছে।

বক্তারা আরো বলেন, নিরপক্ষ সরকারের অধীন ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, দেশে সুষ্ঠ ভোট করতে হলে নিরপেক্ষ সরকার দরকার। তারা আরো বলেন, আগামীতে ২০১৪ সন ও ২০১৮ সনের মত করে সরকারকে নির্বাচন করতে দেয়া হবে না। জনগনকে সাথে নিয়ে বিএনপি একদলীয় নির্বাচন প্রতিহত করবে।    

 দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে খন্ড খন্ড মিছিল নিয়ে  নেতা কর্মীরা যোগ দেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions