শনিবার | ২১ সেপ্টেম্বর, ২০২৪

ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থীদের দ্রুত পুনর্বাসন দাবি

প্রকাশঃ ১০ মে, ২০২৩ ০৬:৪২:৫৭ | আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫১:৫৯  |  ৮৬৫

সিএইচটি টুডে ডট কম ডেস্ক।  বাঘাইছড়িতে সুশীল সমাজের উদ্যগে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী আভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তদের দ্রুত পুনর্বাসন দাবি বিষয়ক কমিটি গঠন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

 

আজ ১০ মে ২০২৩ইং বুধবার বাঘাইছড়ি ইউনিয়নের মোরঘোনাছড়া নামক জায়গায় আলোচনা সভা কমিটি গঠন করা হয়

 

সারোয়াতুলী ইউনিয়নের সুশীল সমাজের যুব প্রতিনিধি বাবু মন্টু চাকমার সঞ্চালনায় এবং ৩২নং বাঘাইছড়ি ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু সুনীল বিহারী চাকমার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলার ইউনিয়ন থেকে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী আভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তদের প্রতিনিধি হিসেবে স্ব স্ব ইউনিয়নের কার্বারী, হেডম্যান, মেম্বার সহ বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ

 

আলোচনা সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তির '' খন্ডের . . নং ধারায় ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী অভ্যন্তরীণ উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যবস্থা করার বিধান থাকলেও এখনো পর্যন্ত সরকার বাঘাইছড়ি উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভারত প্রত্যাগত শরণার্থীদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি বলে অভিমত ব্যক্ত করেন এছাড়া বক্তারা আরও বলেন, তৎকালীন সময়ে বিরাজমান পরিস্থিতির কারণে আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে আগত শত শত পরিবার বাঘাইছড়ি উপজেলায় আভ্যন্তরীণ উদ্বাস্তু হিসেবে রয়েছে, যারা এখনও অনিশ্চিত দারিদ্র্যক্লিষ্ট মানবেতর জীবন অতিবাহিত করতে বাধ্য হচ্ছে

 

তারা আরও অভিযোগ করেন, গত ১৩-০৯-২০১৪ তারিখে টাস্ক ফোর্স সভায় আভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তু পরিবারদেরকে রেশনসহ অন্যান্য আর্থিক সুবিধা প্রদানের জন্য সিদ্ধান্ত গৃহীত হয় এবং উক্ত সিদ্ধান্ত সম্বলিত কার্যবিবরণী ২৮-০২-২০১৫ তারিখে অনুষ্ঠিত টাস্ক ফোর্স সভায় অনুমোদিত হলেও উক্ত সিদ্ধান্ত এখনো বাস্তবায়িত হয়নি এজন্য তারা বাংলাদেশ সরকারের কাছে চুক্তি মোতাবেক ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থী আভ্যন্তরীণ উদ্বাস্তুদের প্রাপ্য সুযোগ-সুবিধাদি নিশ্চিত করণ সহ অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবী জানান

 

সর্বশেষ আলোচনা সভায় সকলের সম্মতিক্রমে নিখিল জীবন চাকমাকে আহবায়ক করে এবং সুনীল বিহারী চাকমাকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী আভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তদের দ্রুত পুনর্বাসন দাবি বিষয়ক কমিটি গঠন গঠন করা হয়

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions