শনিবার | ২১ সেপ্টেম্বর, ২০২৪
রাঙামাটিতে

বৈশাখী পূর্ণিমা উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ০৫ মে, ২০২৩ ০৪:২২:২০ | আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:৫৮:৫৪  |  ৫২২

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।  রাঙামাটিতে সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে প্রথমবারের মত বৌদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে বৈশাখী পূর্ণিমা উদযাপন উপলক্ষে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে শুভ বৈশাখী পূর্ণিমা উদযাপন কমিটি ২০২৩ এর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা অনুষ্ঠিত হয়


আলোচনা সভায় শুভ বৈশাখী পূর্ণিমা উদযাপন কমিটি ২০২৩ এর আহ্বায়ক ইন্দ্র দত্ত তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা,বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ টাস্ট্রের ট্রাস্টি জয়সেন তঞ্চঙ্গ্যা,রাঙামাটি সরকারি কলেজের প্রভাষক অনির্বাণ বড়ুয়াসহ অন্যান্য প্রমূখ


আলোচনা সভায় বক্তরা বলেন,''বৈশাখী পূর্ণিমা কিংবা বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধধর্মাবলম্বীদের অত্যান্ত গুরুত্বপূর্ণ দিন ভগবান বুদ্ধের ত্রিস্মৃতি বিজরিত হওয়ায় দিনটি সারাদেশে উদযাপন করা হয়ে থাকে এদিনটিতে ভগবান বুদ্ধের জন্ম,বোধিলাভ মহাপরিনির্বাণ লাভ করেন সকল বৌদ্ধ সমাজে উচিত বুদ্ধের দিনটি উদযাপন করা যাহাতে করে বৌদ্ধধর্ম আরও প্রসার প্রচার হয়"

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions