শনিবার | ২১ সেপ্টেম্বর, ২০২৪

জুরাছড়িতে যথাযথ ভাবে বৈশাখী পূর্নিমা উপলক্ষে "মঙ্গল শোভা যাত্রা"

প্রকাশঃ ০৪ মে, ২০২৩ ১১:৫৫:৫৩ | আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:৩০:২১  |  ৭৮২

সিএইচটি টুডে ডট কম,  জুরাছড়ি ( রাঙামাটি)।  জুরাছড়ি উপজেলায় গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত " শুভ বৈশাখী পূর্নিমা উপলক্ষে জগতের সকল প্রানীর হিতসূখ মঙ্গল কামনায় " মঙ্গল শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে


বৃহস্পতিবার (৪মে) বনযোগীছড়া ইউনিয়নে জ্ঞানোদ্বয় বৌদ্ধ বিহার থেকে মঙ্গল শোভা যাত্রা বের হয়ে চৌমুহনী, বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়, শলক কলেজের মাঠ প্রদক্ষিন করা হয়


পরে জ্ঞানোদ্বয় বৌদ্ধ বিহার বৌদ্ধ মুর্তি দান, সংঘদান, অষ্টপুরস্কার দান, হাজার প্রদীপ দান পঞ্চশীল গ্রহন অনুষ্ঠিত হয়েছে সময় উপাসক অরুন চাকমার ধারা চঞ্চলনায়, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিশেষ অতিথি বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, স্থানীয় হেডম্যান করুনা ময় চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন


সময় উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বী হিসেবে আমাদের মৈত্রীময়ে বুদ্ধে বিনয় যথাযথভাবে পালন করতে হবে বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, বুদ্ধের মৈত্রী ময় নীতি যথাযথ প্রতিপালন করে পার্বত্য চট্টগ্রাম তথা বিশ্বে শান্তির কামনায় সকলে এগিয়ে আসার আহ্বান জানান সময় বুদ্ধের অমৃতবাণী পাঠ করেন সুমঙ্গল থের

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions