শনিবার | ২১ সেপ্টেম্বর, ২০২৪

শৈশবের দুরন্ত পনা

প্রকাশঃ ০২ মে, ২০২৩ ০১:৩৮:০২ | আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:৫৬:৪৮  |  ৫৪৪
দুরন্তপনা যেন শৈশবেরই সমার্থক শব্দ। সারাক্ষণ দুষ্টুমী আর এদিক-সেদিক ছোটাছুটি। রোদে ঘুরে বেড়ানো, পানিতে সাঁতার কাটা, গাছে চড়া আরও কত কি-শৈশবে এসব কে না করেছে! তবে শহরের প্রাচীরে বন্দী শিশুদের সুযোগ নেই এ সবের। গ্রামে যাদের শৈশব কেটেছে তাদের মনে এমন স্মৃতি থাকাটা স্বাভাবিক। এই তীব্র গরমে হাঁসফাঁস কাটাতে ছড়ার পানীতে সাতরিয়ে দুরন্তপনায় মেতেছে রাঙামাটির দূর্গম জুরাছড়ি উপজেলার গবছড়ি গ্রামের পাহাড়ী কিশোররা।

ছবি ও প্রতিবেদন লিটন শীল।
রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions