রবিবার | ১২ জানুয়ারী, ২০২৫

মহালছড়িতে ৫ম জাতীয় ভোটার দিবস-২০২৩ উদযাপিত

প্রকাশঃ ০২ মার্চ, ২০২৩ ০৩:১৩:৪৭ | আপডেটঃ ০৯ জানুয়ারী, ২০২৫ ০৮:৩০:৪৪  |  ৫১৮

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে ৫ম জাতীয় ভোটার দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।


২ মার্চ বৃহস্পতিবার মহালছড়ি উপজেলা নিবার্চন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ ভবন হতে এক বণার্ঢ্য র‍্যালী শুরু হয়ে মহালছড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় টাউন হলে এসে শেষ হয়, সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, উপজেলা নিবার্চন অফিসার সুসমিকা চাকমা। এছাড়াও উপজেলা নির্বাচন অফিসের ডাটা এ্যান্ট্রি অপারেটর বিপ্লব হোসেন ও সুনির্মল চাকমা এবং অপর বিপ্লব হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা অংশগ্রহণ করেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions