শনিবার | ১১ জানুয়ারী, ২০২৫

খাগড়াছড়িতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ঘে ট্রাক চালক নিহত

প্রকাশঃ ২৬ ফেব্রুয়ারী, ২০২৩ ০৪:২৬:০০ | আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ০১:৩২:২৩  |  ৮১৬

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী বাস পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত। রোববার বিকেল টার দিকে মাটিরাঙ্গার আলুটিলা সাপমারা এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের নাম তাৎক্ষণিক জানা যায়নি। 

 

পুলিশ জানায়, চট্টগ্রামগামী শান্তি পরিবহন বাস আলুটিলা পাহাড় নামার সময় পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি হয়। এতে ঘটনাস্থলে ট্রাক চালকের মৃত্যু হয়। বাসের জন যাত্রী আহত হয়েছে। তাদের মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। 

 

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া জানান, নিহতের সুরতহাল রিপোর্ট করে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হচ্ছে। সড়কের পাশের একটি গাছের সাথে বাস আটকে পড়ায় ভয়াবহ প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions