কাউখালীতে তিনটি ইটভাটা বন্ধ ঘোষনা রাঙামাটির নানিয়ারচরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ জামায়াতের রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি রুবি জয়ন্তী উদযাপন প্রকাশিত সংবাদে ভিন্নমত জানিয়েছে বাঘাইছড়ির ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবকদল রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এর যোগদান
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। চট্টগ্রামের ফটিকছড়ির দুর্গম কাঞ্চননগরের বটতলী এলাকা থেকে অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ সহ পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসীগোষ্ঠীর ৫ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার ভোররাত ৪ টা থেকে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
নিরাপত্তাবাহিনীর সুত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে মানিকছড়ি-ফটিকছড়ি সীমান্তে বটতলী এলাকায় মগ পার্টি সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন। শুক্রবার মধ্যরাতে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুনের নেতৃত্বে তিন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা অভিযানে অংশগ্রহণ করে। এসময় মানিকছড়ি সাব জোনের আওতাধীন বটতলী এলাকার রমজান আলীর বাড়ী থেকে অস্ত্র ও গোলা বারুদ সহ পাঁচ সন্ত্রাসীকে আটক করে সেনা সদস্যরা।
জানা যায়, সন্ত্রাসীরা রমজান আলীর পরিবারকে জিম্মি করে গত তিনদিন ধরে তার বাড়িতে অবস্থান নিয়ে এ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল ।
অভিযানে আটক সন্ত্রাসীদের নাম জানা যায়নি। সেনা অভিযানে ৪টি মর্টার, ১টি একে ৪৭, ১টি এম ওয়ান, ১টি এলজি লং ব্যারেল, ১টি পয়েন্ট ২২ মি: মি: রাইফেল, ১টি চায়না পিস্তল, ১টি এলজি শর্ট ব্যারেল, ২টি ওয়াকিটকি, মাইন তৈরীর সরঞ্জাম, ভরতিয় রুপি, ৬৭ রাউন্ড গোলা বারুদ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। দীর্ঘ ৮ ঘন্টার অভিযানে সেনা সদস্যরা ৫ সন্ত্রাসীকে আটক করে ।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকতা মাসুদ ইবনে মাসুদ জানান, সেনাবাহিনীর কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। এর বেশী তিনি আর কিছু জানেন না।