দুর্গম পাহাড়ে সেনা অভিযানে অত্যাধুনিক অস্ত্রসহ ৫ সন্ত্রাসী আটক

প্রকাশঃ ২৬ ফেব্রুয়ারী, ২০২৩ ০৪:৫৩:০৪ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০৫:৫২:৪৮

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। চট্টগ্রামের ফটিকছড়ির দুর্গম কাঞ্চননগরের বটতলী এলাকা থেকে অত্যাধুনিক অস্ত্র গোলাবারুদ সহ পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসীগোষ্ঠীর সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার ভোররাত টা থেকে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। 

 

নিরাপত্তাবাহিনীর সুত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে মানিকছড়ি-ফটিকছড়ি সীমান্তে বটতলী এলাকায় মগ পার্টি সন্ত্রাসী  তৎপরতা চালাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন। শুক্রবার মধ্যরাতে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুনের নেতৃত্বে তিন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা অভিযানে অংশগ্রহণ করে। এসময় মানিকছড়ি সাব জোনের আওতাধীন বটতলী এলাকার রমজান আলীর বাড়ী থেকে অস্ত্র গোলা বারুদ সহ পাঁচ সন্ত্রাসীকে আটক করে সেনা সদস্যরা। 

 

জানা যায়, সন্ত্রাসীরা রমজান আলীর পরিবারকে জিম্মি করে গত তিনদিন ধরে তার বাড়িতে অবস্থান নিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল  

 

অভিযানে আটক সন্ত্রাসীদের নাম জানা যায়নি।  সেনা অভিযানে ৪টি মর্টার, ১টি একে ৪৭, ১টি এম ওয়ান, ১টি এলজি লং ব্যারেল১টি পয়েন্ট ২২ মি: মি: রাইফেল, ১টি চায়না পিস্তল, ১টি এলজি শর্ট ব্যারেল, ২টি ওয়াকিটকি, মাইন তৈরীর সরঞ্জাম, ভরতিয় রুপি, ৬৭ রাউন্ড গোলা বারুদ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। দীর্ঘ ঘন্টার অভিযানে সেনা সদস্যরা সন্ত্রাসীকে আটক করে

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকতা মাসুদ ইবনে মাসুদ জানান, সেনাবাহিনীর কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। এর বেশী তিনি আর কিছু জানেন না 

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions