সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মা ও এক মেয়ের করুণ মৃত্যু হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের কালাঘাটার ফেন্সিঘোনা এলাকায় একটি ট্রাক মা ও মেয়েকে চাপা দেয় ,পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। ট্রাকের চাপায় নিহতরা হলেন কালাঘাটার ফেন্সিঘোনার বাসিন্দা জাহেদ মিয়ার স্ত্রী আমেনা বেগম (৩৬) এবং তার প্রতিবন্ধী কন্যা শিশু আয়েশা বেগম (৬)
।
সুত্রে আরো জানা যায় , এ ঘটনার পর স্থানীয়রা গাড়ীটিকে জব্দ করে পুলিশের কাছে সোপর্দ করেছে। ঘটনার পর থেকে ট্রাকের চালক জাহাঙ্গীর পলাতক রয়েছে।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম জানান, ট্রাক চাপায় এক মা ও তার এক মেয়ে নিহত হয়েছে, ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে ঘাতক ট্রাকের চালক পলাতক রয়েছে। তিনি আরো বলেন, এই বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং পলাতক ট্রাক ড্রাইভারকে আটকের জন্য পুলিশ কাজ করছে।