সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২২ এ ২য় স্থান অর্জন করলো বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগ।
রোববার (১২ ফেব্রুয়ারি)সকালে ঢাকার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের সভাকক্ষে আয়োজিত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এক পর্যালোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগ এর উপ-পরিচালক ডা: অংচালু এর হাতে ২য় স্থানের ক্রেস্ট তুলে দেন এবং এই ধারা অব্যাহত রাখার আহবান জানান।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) সাহান আরা বানু (এনডিসি), এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ বিভাগ এবং পরিচালক (প্রশাসন) এর অতিরিক্ত সচিব খান মো: রেজাউল করিম, যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা) আবু নূর মো: শামসুজ্জামান, পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগ এর যুগ্মসচিব এবং পরিচালক মো: মাহবুব আলম সহ অধিদপ্তরের সকল লাইন ডাইরক্টর ও তিনটি বিশেষায়িত প্রতিষ্ঠানের প্রধানগণসহ পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং বিভিন্ন বিভাগের উর্ধতন কর্মকর্তারা ।
পর্যালোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষ পর্যায়ে সেবা ও প্রচার সপ্তাহ ২০২২ এ ১ম স্থানকারী জয়পুরহাট জেলা , ২য় স্থান অর্জনকারী বান্দরবান জেলা এবং ৩য় স্থান অর্জনকারী কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা বিভাগ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্রেস্ট প্রদান করা হয়।
সুত্রে জানা যায়, ৭-২২ডিসেম্বর পর্যন্ত পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সারাদেশে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২২ সমাপ্ত হয় । আর এবারের পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের প্রতিপাদ্য ছিল “সময় মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি ”। এদিকে সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে পরিবার পরিকল্পনা বিভাগ বান্দরবানের উপ-পরিচালক ডা: অংচালু এর নেতৃত্বে বান্দরবানের ৭টি উপজেলাসহ দুর্গম ইউনিয়নগুলোতে শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নের জন্য বিভিন্ন প্রচার কার্যক্রম শুরু হয়, আর এই সেবা সপ্তাহে শিশু ও মায়েদের নানা ধরণের স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন ওষুধ প্রদান করা হয়।
সুত্রে আরো জানা যায়, এর আগে সেবা ও প্রচার সপ্তাহে বিশেষ অবদান রাখার কারণে একনাগাড়ে ৪বার সারাদেশে ১মস্থান এবং ২বার ২য় স্থান লাভের গৌরব অর্জন করে বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগ ।