সিএইচটি টুডে ডট কম, আলীকদম (বান্দরবান)। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এর গঠনতন্ত্রের ১৭(৬) এবং ৪৭ (২) ধারায় বান্দরবান জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থনার প্রেক্ষিতে ক্ষমা প্রদর্শন করায় বান্দরবান জেলা আওয়ামীলীগ,আলীকদম উপজেলা আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বান্দরবান ৩০০ নং আসনের মাননীয় সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বান্দরবান জেলার আলীকদম উপজেলাধীন ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কফিল উদ্দিন।
আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় হোটেল দামতুয়া ইন এর রিভার ভিউ ক্যাফেতে আলীকদম উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক চা চক্রে মিলিত হয়ে তার এই অভিপ্রায় ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, বিগত ইউপি চেয়ারম্যান এর কিছু অস্বাভাবিক কর্মকান্ড দেখে আমি স্বতন্ত্র চেয়াম্যান প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে বাধ্য করেছে। আমি জানি এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। তার জন্য আমি অনুতপ্ত। তবে জনগণ আমাকে স্ব-পূর্ত রায় দিয়ে পূর্ববর্তী চেয়ারম্যান এর অস্বাভাবিক কর্মকান্ডকে প্রতিহত করেছে।
তিনি আরো বলেন, ১৯৯৩ সালে শেখ রাসেল স্মৃতি সংসদের দায়িত্ব পালনের মধ্যদিয়ে আমার রাজনৈতিক যাত্রা শুরু হয়। এর পর থেকে আমি ছাত্রলীগ,যুবলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছি। সর্বশেষ বহিষ্কারাদেশ জারী হওয়ার আগ পর্যন্ত আমি বাংলাদেশ আওয়ামী লীগ আলীকদম উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি।
উল্লেখ্য যে, বিগত ২০২১ সালে অনুষ্ঠিত স্হানীয় ইউপি নির্বাচনে কফিল উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কার আদেশ জারী করা হয়। পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হন। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ এর গঠন তন্ত্রের ১৭(৬) এবং ৪৭ (২) ধারায় বান্দরবান জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থনার প্রেক্ষিতে গত ০৮ ফেব্রুয়ারী বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী স্বাক্ষরিত এক পত্রের বরাতে তাকে ক্ষমা ঘোষনা করা হয়।