শনিবার | ০৪ জানুয়ারী, ২০২৫
চলতি অর্থ বছরের

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের “পরিচালনা বোর্ড” এর ২য় সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৯ জানুয়ারী, ২০২৩ ০৫:৫৩:৩২ | আপডেটঃ ০৩ জানুয়ারী, ২০২৫ ০৮:০১:৩৪  |  ৬২০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ ২৯ জানুয়ারি ২০২৩খ্রি. রোববার বেলা ১১ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ‘পরিচালনা বোর্ড’ এর ২০২২-২০২৩ অর্থ বছরে ২য় সভা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙামাটিস্থ প্রধান কার্যালয়ের বোর্ড কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। সভার আলোচ্যসূচি ছিলো (১) গত ২৯/০৯/২০২২ তারিখে অনুষ্ঠিত বোর্ড সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন এবং গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা; (২) ২০২২-২০২৩ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের ২০ জানুয়ারি ২০২৩ পর্যন্ত সময়ের অগ্রগতি পর্যালোচনা এবং (৩০) বিবিধ।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় ৪ (চার) নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,পার্বত্য চট্টগাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি, তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকগণ, বোর্ডের সদস্যবৃন্দ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি, বোর্ডের নির্বাহী প্রকৌশলীগণ, বিভিন্ন প্রকল্পের পরিচালকগণসহ বোর্ডের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সভাপতির অনুমতিক্রমে সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ (যুগ্মসচিব) বিগত পরিচালনা বোর্ড বিগত সভার কার্যবিবরণী পাঠ ও গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিস্তারিত উপস্থাপন করেন।

পর্যাক্রমে বোর্ডের আওতাধীন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ ও নির্বাহী প্রকৌশলীগণ কোড নং ২২০০১১০০, ২২০০০৯০০ এর আওতাধীন প্রকল্প/স্কিম এবং বোর্ডের আওতাধীন পরিকল্পনা কমিশন কর্তৃক অনুমোদিত প্রকল্পের প্রকল্প পরিচালকগণ ২০ জানুয়ারি ২০২৩খ্রি. পর্যন্ত সময়ে সার্বিক বাস্তবায়নের অগ্রগতি বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এসময় তিন পার্বত্য জেলার হেডম্যান কার্যালয়ের নকশা প্রস্তুতকরণ অগ্রগতি, পরিকল্পনা কমিশন কর্তৃক অনুমোদিত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, তিন পার্বত্য জেলায় সোলার হোম সিস্টেম বিতরণ বাস্তবায়ন অগ্রগতি, আইসিটি প্রকল্প, সূর্যমুখী প্রকল্প, ভুট্টা চাষ প্রকল্প, পল্লী অবকাঠামো উন্নয়ন, রুমা-রোয়াংছড়ি প্রকল্প, সোনাখালের উপর পিসি গার্ডার ব্রীজ নির্মাণ, তুলা চাষ প্রকল্প, ইক্ষু চাষ প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের অগ্রগতি এবং কফি ও কাজুবাদাম চাষ প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় চেয়ারম্যান বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র বিশেষ উদ্যোগ “ ঘরে ঘরে বিদ্যুৎ” অঙ্গীকার বাস্তবায়নে সরকার তথ্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলার প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ করছে। তিনি পশ্চাৎপদ দুর্গম এলাকায় বসবাসরত পিছিয়েপরা জনগোষ্ঠীদের বিনামূল্যে সোলার বিদ্যুৎ সুবিধার আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান।

তিনি আরও জানান যে, পার্বত্য চট্টগ্রাম তুলা উৎপাদনের জায়গা হিসেবে একসময় কার্পাস মহলে নামে খ্যাতি ছিলো। সেই কার্পাস মহল কালের বিবর্তনে ও যথাযথ উদ্যোগের অভাবে তুলা উৎপাদন কমে যাচ্ছে। সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এবং কার্পাস মহল খ্যাত পার্বত্য চট্টগ্রামকে পুনরায় তুলা চাষের আওতায় আনয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তুলা চাষ প্রকল্প বাস্তবায়ন করছে এবং ইতোমধ্যে চাষীদের মাঝে তুলা চাষে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।

রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসকগণ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উন্নয়ন কার্যক্রম সরাসরি জনসম্পৃক্ততা ও উন্নয়নমূলক কাজের দৃশ্যমান হওয়ায় ভূয়সী প্রশংসাসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প কাজের গুণগতমান সস্তোষজনক হওয়ায় বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া জেলা প্রশাসকগণ মূলধারায় সম্পৃক্ততা আনয়নের লক্ষ্যে দুর্গম এলাকায় শিক্ষা সম্প্রসারণ, হোস্টেল নির্মাণ ও সংস্কার, যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন এবং দেশের খাদ্য উৎপাদনে কৃষি সম্প্রসারণ সংক্রান্ত প্রকল্প গ্রহণের বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন।
সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, বোর্ডের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, এনডিসি (যুগ্মসচিব);  ইফতেখার আহমেদ (যুগ্মসচিব) সদস্য প্রশাসন, রাঙামাটির পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মিজানুর রহমান, বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, সদস্য বাস্তবায়ন  মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব), সদস্য পরিকল্পনা জনাব মোঃ জসীম উদ্দিন (উপসচিব), বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা উপস্থিত ছিলেন।

এছাড়া খাগড়াছড়ি ইউনিট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী  মোঃ মুজিবুল আলম, বোর্ডের উপপরিচালক  মংছেনলাইন রাখাইন, নির্বাহী প্রকৌশলী  আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, সিএমইউ জেনারেল ম্যানেজার পিন্টু চাকমা, হিসাব রক্ষণ কর্মকর্তা কল্যানময় চাকমা, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ এয়াছিনুল হক, রাঙামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, মিজ্ ডজী ত্রিপুরা তথ্য অফিসার,  সাগর পাল, সহকারী পরিচালক (চ:দা) সহ বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions