রবিবার | ২৪ সেপ্টেম্বর, ২০২৩

রাঙামাটি অনুর্ধ্ব-১৬ এবার হারলো ১০ উইকেটে

প্রকাশঃ ২১ জানুয়ারী, ২০২৩ ০৭:৩২:২১ | আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:৪১:৩৩  |  ৫২৫

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।  ২১ জানুয়ারী শনিবার ইয়াং টাইগার্স বিসিবি অনুর্ধ্ব-১৬ বয়সভিত্তিক জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২২-২৩ এর চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের নোয়াখালী স্টেডিয়ামে 'বি' গ্রুপের রাঙামাটি জেলা দল নিজেদের শেষ ম্যাচে ৫০ রানে অলআউট হয়ে কুমিল্লা জেলা দলের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে এর আগে লক্ষীপুরের কাছে প্রথম ম্যাচে উইকেটে পরের ম্যাচে চট্টগ্রামের কাছে ২১৮ রানে হেরেছিলো

 

রাঙামাটি তিনটি ম্যাচে যথাক্রমে ৬১,৩৫ ৫০ রান করে অলআউট হয়েছিলো! শেষ ম্যাচে রাঙামাটি জেলা দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কুমিল্লার বোলারদের দাপটে ২২. ওভারে মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায়!রাঙামাটির ইনিংসে সব ব্যাটার মিলে ২৬ রান অতিরিক্ত থেকে ২৪ রান আসে!কুমিল্লার বোলার সবুজ মূলত টি উইকেট নিয়ে রাঙামাটিকে ছোট স্কোরে আটকে রাখার নেতৃত্ব দেন মধ্যাহ্ন বিরতির পর কুমিল্লা জেলা দল কোন উইকেট না হারিয়ে মাত্র ওভারে ৫৩ রান করে ১০ উইকেটে জয়লাভ করেকুমিল্লার হোসেন অপরাজিত ২০ ওমর রাজা অপরাজিত ১৯ রান করে দলকে জয়ের বন্দরে নিরাপদে পৌঁছে দেন

 

রাঙামাটি দলের সাথে সাইফুল আলম রাশেদ ম্যানেজার মহিতোষ দেওয়ান কোচ হিসেবে রয়েছেন

স্পোর্টস |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions