কাউখালীতে তিনটি ইটভাটা বন্ধ ঘোষনা রাঙামাটির নানিয়ারচরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ জামায়াতের রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি রুবি জয়ন্তী উদযাপন প্রকাশিত সংবাদে ভিন্নমত জানিয়েছে বাঘাইছড়ির ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবকদল রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এর যোগদান
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ২০ জানুয়ারী শুক্রবার ইয়াং টাইগার্স বিসিবি অনুর্ধ্ব ১৬ বয়সভিত্তিক জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২২-২৩ এর চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের নোয়াখালী স্টেডিয়ামে 'বি' গ্রুপের খেলায় চট্টগ্রাম জেলা দলের ২৫৩ রানের টার্গেটের পিছনে ছুটতে গিয়ে মাত্র ৩৫ রানে অলআউট হয়ে ২১৮ রানের বড় ব্যবধানে পরাজিত হয় রাঙামাটি জেলা দল।
ম্যাচে চট্টগ্রাম জেলা দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। চট্টগ্রাম জেলা দল রাঙামাটির ফিল্ডারদের ক্যাচ ও ফিল্ডিং মিসের সুযোগ নিয়ে ৪৯.১ ওভারে ২৫৩ রানের বড় স্কোর সংগ্রহ করে অলআউট হয়ে যায়। চট্টগ্রাম জেলা দলের ওপেনার আহনাফ খান সেঞ্চুরী করে ১৩০ রানে আউট হয়ে চট্টগ্রামের বড় স্কোরটা একাই গড়ে দিয়ে যান। রাঙামাটির পক্ষে শফিক ৩ টি, মনির,রেজাউল ও অয়ন ২ টি করে উইকেট লাভ করেন।
মধ্যাহ্ন বিরতির পর রাঙামাটি জেলা দল ২৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১৫.২ ওভারে ১০ উইকেট হারিয়ে মাত্র ৩৫ রান সংগ্রহ করে ২১৮ রানের পরাজয় বরন করে নেয়। চট্টগ্রামের পক্ষে জুয়েল, মাহির ও মেহরাব ৩ টি করে উইকেট নিয়ে রাঙামাটির ইনিংসকে ধ্বসিয়ে দেন। রাঙামাটি প্রথম ম্যাচে লক্ষীপুরের কাছে ৮ উইকেটে পরাজিত হয়। আগামীকাল ২১ জানুয়ারী কুমিল্লা জেলার সাথে রাঙামাটির শেষ ম্যাচ রয়েছে। রাঙামাটি দলের সাথে সাইফুল আলম রাশেদ ম্যানেজার ও মহিতোষ দেওয়ান কোচ হিসেবে রয়েছেন।